স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আমির উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ফখরুল ইসলাম সদর উপজেলার ফকিরাকান্দা এলাকার বাসিন্দা।
আদালত পরিদর্শক নওজেশ আলী মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র আরো জানায়, ফকরুল ইসলাম দাম্পত্য কলহের জের ধরে তাঁর দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করেন। এ মামলায় ২০০২ সালে ফকরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
১০ বছর সাজাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ ঘুমন্ত অবস্থায় ফকরুল তাঁর প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকেও জবাই করে হত্যা করেন।
এ হত্যা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আজ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।