ময়মনসিংহে মিছিলের আগে শিবিরের ২ নেতা আটক

ময়মনসিংহ জেলা স্কুল মোড় থেকে আটক ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা। ছবি : এনটিভি
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ময়মনসিংহ জেলা স্কুল মোড় থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মুজাহিদ ও দেলোয়ার।
আটকের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে জেলা স্কুল মোড়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ হানা দিলে অনেকেই পালিয়ে যায়। তবে মুজাহিদ ও দেলোয়ার নামের শিবিরের দুই নেতাকে আটক করা হয়েছে।