ময়মনসিংহে যৌন ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

মাদক ও যৌন ব্যবসা বন্ধের দাবিতে আজ রোববার দুপুরে ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
ময়মনসিংহে মাদক ও যৌন ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার দুপুরে শহরের সি কে ঘোষ রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. মজিবর রহমান। তিনি স্মারকলিপিতে দাবি করেন, ময়মনসিংহ শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডের পেছনে ফাতেমা নামের একজন প্রকাশ্যে মাদক ও যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে, বিঘ্নিত হচ্ছে সামাজিক পরিবেশ। বাধা দিলে তাঁর পালিত গুন্ডা বাহিনী দিয়ে প্রতিবাদকারীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। অবিলম্বে ফাতেমাকে গ্রেপ্তার করে মাদক ও যৌন ব্যবসা বন্ধের দাবি জানানো হয়।