ময়মনসিংহে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ রোববার দুপুরে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ওই দণ্ডাদেশ দেন আদালত।
ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২২ বছর আগে সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের জুলেখা বেগমের সঙ্গে একই গ্রামের আবদুর রাজ্জাকের বিয়ে হয়। বিয়ের পরই বিভিন্ন সময়ে যৌতুক দাবি করেন রাজ্জাক। এ কারণে স্ত্রী জুলেখার ওপর শারীরিক নির্যাতনও করতেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে ১৪ মার্চ জুলেখাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন রাজ্জাক। জুলেখা নয় সন্তানের জননী ছিলেন।
পরে জুলেখার ভাই আজহারুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসক, আসামির জবানবন্দি এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিমসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
মামলায় আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল গফুর। রাষ্ট্রপক্ষে ছিলেন কবীর উদ্দিন ভূঁইয়া।