কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কৈলাটি ইউনিয়নের বেলতলি গ্রামে আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ ওই গ্রামের মো. ওয়াহাব মিয়ার ছেলে।
ওয়াহাব মিয়া জানান, প্রতিদিনের মতো আজ বিকেলেও বাড়ির পুকুরের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল রিয়াদ। এ সময় হঠাৎ পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজ পেয়ে পানি থেকে রিয়াদকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার।