মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পুলিশি বাধা আর ধস্তাধস্তির মধ্য দিয়ে শেষ হলো আফসানা ফেরদৌস হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি।
আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে। দোয়েল চত্বর এলাকায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। ছাত্ররা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে গেলে প্রেসক্লাবের সামনে আবারও পুলিশি বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সচিবালয়ের কাছে চলে এলে তা ব্যারিকেডে বাধা পায়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় শিক্ষার্থীদের। ছাত্র ইউনিয়েনর দুজন কর্মী আহত হন। পুলিশি বাধার কারণে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
এ সময় ইউনিয়নের নেতারা ঘোষণা দেন, তাঁদের ছাত্র সংগঠনের কর্মী আফসানা হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগকর্মী রবিনকে যদি এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা না হয় তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হবে। পরে ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে আসে।
গত ১১ আগস্ট নিখোঁজ হন আফসানা ফেরদৌস। ১৩ আগস্ট আফসানার মায়ের কাছে দুটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, তাঁর মেয়ের লাশ মিরপুর আল হেলাল হাসপাতালে আছে। পরে আফসানার মা ঢাকায় বসবাসকারী তাঁর মামাকে জানান। পুলিশের সহায়তায় পরিবার জানতে পারে দুজন অপরিচিত লোক আল হেলালের জরুরি বিভাগে আফসানাকে রেখে পালিয়ে যায়। আল হেলালের চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।