গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেত্রকোনায় আ. লীগের সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় পাবলিক হলে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মতিয়র রহমান খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, অধ্যাপক ভজন সরকার, সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নেত্রকোনা সরকারি কলেজের প্রাক্তন জিএস দীপক ধর গুপ্ত, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব গাজী মর্তুজা হোসেন কামাল, জেলা যুবলীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির, জেলা মহিলা লীগের সভাপতি হাবিবা রহমান খান শেফালী, যুবলীগ নেত্রী অর্পিতা খানম সুমী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা, সাবেক সাধারণ সম্পাদক জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সামছুন্নাহার বিউটি, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি প্রমুখ।
সভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।