সীমান্তে ফেরি করে হেরোইন বিক্রি, আটক ১

ফেরি করে হেরোইন বিক্রির অভিযোগে যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার রাতে রনী গাজী (২২) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবক চেকপোস্টের কার্গো অফিসের সামনে থেকে রনীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরে রনীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হবে।