বাংলা ভাইয়ের ‘ঘোড়াচালক’ আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে কমর উদ্দিন (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মুর্শেদ জানান, রামপুর এলাকার লুৎফর মেম্বার ও বাহাদুর নামে একজন তাঁকে জানিয়েছেন, তাঁরা কমর উদ্দিনকে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘোড়া চালাতে দেখেছেন। এই অভিযোগে কমর উদ্দিনকে পুলিশ থানায় আনলেও তাঁকে গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি।
ওসি জানান, কমর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি আদৌ বাংলা ভাইয়ের ঘোড়া চালাতেন কি না? বা বর্তমানে তাঁর তৎপরতা কী জানার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।