ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

পুলিশের বাধার মুখে মিছিল করতে না পেরে শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। ছবি : এনটিভি
ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা শাখা।
শুক্রবার দুপুরে শহরের নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে নেতাকর্মীরা। কিন্তু পুলিশ মিছিলটি রাস্তায় নামতে দেয়নি। পরে দলীয় কার্যালয়ে ফিরে যায় নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, আরশেদ আলী আসাদ প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ বলেন, পুলিশ তাঁদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করতে দেয়নি। পরে তাঁরা বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।