বঙ্গবন্ধুর জাতীয় প্রতিকৃতি স্থাপন করার দাবি

সর্বসাধারণের ভালোবাসা ও শ্রদ্ধার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় প্রতিকৃতি স্থাপন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
আজ সোমবার জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ দাবি করা হয়।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘আমাদের যেমন জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, রয়েছে জাতীয় শহীদ মিনার; ঠিক তেমনিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও জাতীয়ভাবে স্থাপন করা এখন সময়ের দাবি হয়ে ওঠেছে।’
কবীর চৌধুরী তন্ময় আরো বলেন, ‘আওয়ামী লীগের চার দেয়ালের মাঝে না রেখে বঙ্গবন্ধুকে বাঙালির বঙ্গবন্ধু ও জাতির জনক হিসেবে সর্ব সাধারণের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটুকু নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর কর্মকাণ্ডগুলোকে জাতীয় কর্মসূচির আওতায় এনে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলেই মা-মাটি ও দেশাত্মবোধ নিয়ে ভবিষ্যৎ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু-বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের সহিত তুলে ধরতে সক্ষম হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর বা সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ জায়গায় বঙ্গবন্ধুর জাতীয় প্রতিকৃতি স্থাপন করা হলে শিক্ষার্থীর পাশাপাশি বিদেশি রাষ্ট্রনায়কসহ দেশের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নিজেরা এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বোয়াফ প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময়।
শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বঙ্গরত্ম ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টো, বোয়াফ সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি সাজ্জাদ হোসেন সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সদস্য রাব্বী চৌধুরী, এনায়েত হোসেন, তুহিন, সোহাগ, নাজিম প্রমুখ।