রক্ত দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন পুলিশ সদস্যরা

নানা আয়োজনে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, রক্তদান ও আলোচনা সভা।
আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আহসান মো. আজাদ, দপ্তর সম্পাদক গোলাম ফেরদৌস ঝিলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বেলা ১১টায় পুলিশ লাইনস মাঠে রক্তদান ও আলোচনা সভা করে জেলা পুলিশ। পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্তি ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য দেন। পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও পুলিশের অন্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এ ছাড়া বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জিলা পরিষদ মিলনায়তন ও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি পালন করে।