ঝালকাঠিতে বন্যায় আমনের বীজতলার ব্যাপক ক্ষতি

ঝালকাঠিতে উত্তর ও মধ্যাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে চার উপজেলায় প্রায় সব আমনের বীজতলা হাঁটুপানির নিচে তলিয়ে রয়েছে। এতে জেলার প্রায় পাঁচ হাজার হেক্টর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এরই মধ্যে প্রায় এক কোটি টাকার বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবু বকর সিদ্দিক জানান, এ বছর ঝালকাঠি জেলায় ৫০ হাজার ৭৬৯ হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তাই ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার কৃষকরাও বীজতলা করেছিলেন কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। কিন্তু আষাঢ় মাসে কয়েক দফায় জোয়ারের পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে এমনিতেই আমনের বীজতলায় পানি জমে যায়। তার ওপর বন্যায় হাঁটুপানিতে ডুবে গেছে বীজতলা। টানা দেড় মাস পানির নিচে থাকা বীজতলাগুলো পচে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমন চাষিরা।