আজও হরতাল চলছে রাঙামাটিতে

পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হচ্ছে রাঙামাটিতে।
রাঙামাটি শহরে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে হরতাল আহ্বানকারী ছয়টি বাঙালি সংগঠনের নেতাকর্মীরা।
শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
শহরের তবলছড়ি, বনরূপা, কলেজগেট এলাকায় খণ্ড খণ্ড মিছিল করছে পিকেটাররা। এ সময় তারা সড়কে টায়ারও পোড়ায়।
পাহাড়ের বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙালি শ্রমিক গণপরিষদ এবং পার্বত্য যুবফ্রন্ট এ কর্মসূচি পালন করছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে গতকাল বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। ছয়টি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দেয়। গতকাল হরতাল চলাকালে তড়িঘড়ি করে আইনটি অধ্যাদেশ আকারে জারি করার প্রতিবাদে একদিনের হরতাল বাড়িয়ে দুদিন করার ঘোষণা দেওয়া হয়।
আজকের হরতাল শেষে আরো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছে হরতাল আহ্বানকারীরা।