মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহে ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে আজ সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। কোতোয়ালি থানা ও মুক্তাগাছা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনের দুজন হলেন মুক্তাগাছার উপজেলার কুড়িপাড়া গ্রামের আবদুস ছালাম (৬৮) ও আড়াইবাড়িয়া গ্রামের সুরুজ আলী ফকির (৭০)। কোতোয়ালি মডেল থানার পুলিশ শহরতলীর ঢোলাদিয়া থেকে আবদুর রহিম মাস্টার এবং নিমতলী থেকে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁদের কাল মঙ্গলবার ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর ঢোলাদিয়া ও নিমতলী থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল হক জানান, নিজ নিজ গ্রাম থেকে দুই মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।