আশুলিয়ায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় হাবিবুর রহমান (২৮) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর আহত হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে চাকল গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন হাবিবুর। এ সময় কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাঁকে। তাঁর সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে হাবিবুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার বিষয়টি জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। তিনি বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।