ময়মনসিংহে প্রিমিয়ার লিগের খেলা শুরু আগামীকাল

ময়মনসিংহে আগামীকাল শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা। এই খেলা হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।
দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা ময়মনসিংহের ক্রীড়াঙ্গন, ক্রীড়া সংগঠন, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও দর্শকের মধ্যে পেশাদার লিগ খেলাকে কেন্দ্র করে বেশ চাঙ্গা ভাব দেখা গেছে। সবাই চান, ময়মনসিংহের অন্যতম ভেন্যু রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মর্যাদাকর সব ধরনের জাতীয় খেলাধুলার সংস্কৃতি চালু থাক।
মর্যাদাকর প্রিমিয়ার লিগ খেলার বিষয়ে সংশ্লিষ্টদের প্রচারবিমুখতা ও ব্যবস্থাপনা নিয়ে হতাশাও দেখা যায়। গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থা ডিএফএ কর্মকর্তা এবং সার্কিট হাউস মাঠে সংগঠক, খেলোয়াড়, দর্শকের সঙ্গে কথা বলে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।
খেলার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা জেলা প্রশাসন অধিকাংশ গণমাধ্যমকর্মীর সঙ্গে এখন পর্যন্ত কোনো মতবিনিময় সভা করেননি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে জেলা প্রশাসন অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁদের কথা বলার কথা।
প্রায় আড়াই যুগ পর ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের মতো মর্যাদাকর জাতীয় পর্যায়ের পেশাদার খেলা। এ উপলক্ষে স্টেডিয়ামের ধারণক্ষমতা, সুপরিসর আসন, অবকাঠামো অনেকটাই আন্তর্জাতিক মানের খেলাধুলার জন্য উপযুক্ত করে সংস্কার করা হয়েছে। মাঠের সংস্কার, ঘাস কাটাসহ বাহারি রং-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে গ্যালালি, প্রেসবক্স, ভিআইপি লাউঞ্চ। চলছে চূড়ান্ত প্রস্তুতি। মূল মাঠের পাশাপাশি প্র্যাকটিস মাঠেরও সংস্কার চলছে। এরই মধ্যে বাফুফে নেতৃবৃন্দ মাঠের উপযুক্ততা পরিদর্শন এবং সন্তোষ প্রকাশ করেছেন।
কারো কারো মতে, পেশাদার ফুটবল লিগ অব্যাহত রাখতে পারলে এর প্রতি সবার মনোযোগ বাড়বে এবং নতুন প্রজন্ম ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। জাতীয় পর্যায়ের এমন লিগ অব্যাহত রাখার দাবি অনেকের।
সার্কিক হাউস মাঠে কথা হয় নতুন প্রজন্মের কলেজ শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক মাসুক রহমানের সঙ্গে। তাঁর বাসার কাছেই স্টেডিয়াম। প্রিমিয়ার লিগের খেলা দেখার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। তবে প্রিমিয়ার লিগের এই খেলা নিয়ে প্রচারবিমুখতার অভিযোগের আঙুল তুলেছেন কর্মকর্তাদের দিকে। প্রচার কম হওয়ায় জাতীয় পর্যায়ের এই খেলা জনগণের কাছাকাছি যেতে পারছে না। একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া সংগঠক শাহীন এবং ফুটবলপ্রেমী দর্শক দিদারুল ইসলাম ও নাদিরুজ্জামান ।
ক্রিকেট বাংলাদেশসহ সারা বিশ্বে জনপ্রিয়। তবে ফুটবল বাংলাদেশের জনগণের খেলা। পেশাদার ফুটবলের মধ্য দিয়ে জনগণের খেলাকে জনগণের আরো কাছাকাছি নেওয়া যাবে। এমন আশার কথা জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাবিবুর রহমান ভুলু।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন বলেন, ’৯৩ সালের পর ময়মনসিংহে ফুটবলসহ জাতীয় পর্যায়ের কোনো খেলাই মাঠে গড়ায়নি। তাই এ খেলাকে সফল করার মধ্য দিয়ে ময়মনসিংহের ভেন্যুতে বিশ্বমানের খেলার প্রতি দৃষ্টি আকর্ষণ করার সুযোগ এসেছে। খেলা সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার পাশাপাশি দর্শকের সহায়তা কামনা করেন তিনি।
অপ্রতুল প্রচারের কথা স্বীকার করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান ওমর হায়াত খান নঈম বলেন, ঢাকার বাইরে এই প্রথম ময়মনসিংহ খেলার ভেন্যু করা হয়েছে। ময়মনসিংহ ক্রীড়া ঐতিহ্যের শহর। প্রিমিয়ার লিগের খেলার সফলতা দিয়ে সে কথাই দেশবাসীকে নতুন করে জানানো হবে।
বিশ্বমানের ধারণায় নতুন করে গড়া ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের ভিআইপিসহ সাধারণ গ্যালারিতে চেয়ার স্থাপন করা হলে প্রায় ১৫ হাজার দর্শক বসার সুযোগ পাবেন। চেয়ার ছাড়া ২০ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন বলে আশা কর্মকর্তাদের।
খেলার ভেন্যু, প্র্যাকটিস গ্রাউন্ড, খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিন পরিদর্শনের জন্য ময়মনসিংহে অবস্থান করছেন বাফুফের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এহসান আহমেদ অমিত এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
গতকাল বুধবার রাতে এহসান আহমেদ অমিত বলেন, খেলা নিয়ে নগণ্য প্রচারের বিষয়টি তাঁদের নজরে এসেছে। প্রচারের দায়িত্বপ্রাপ্ত সংগঠন ব্লুলাইন মিডিয়া কমিউনিকেশনকে ব্যাপক প্রচারের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় বসছেন।