ময়মনসিংহে র্যাবের জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ

ময়মনসিংহে আজ রোববার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারপত্র বিলি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি : এনটিভি
ময়মনসিংহে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারপত্র বিলি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার বিকেলে র্যাব-১৪ কর্মকর্তারা শহরের টাইন হল মোড় এলাকায় এই প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় ‘র্যাবকে তথ্য দিন, জঙ্গি ধ্বংসে অংশ নিন’- স্লোগান সংবলিত প্রচারপত্র বাস, প্রাইভেট কার, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে সাঁটিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর সাহুল আহমেদ নভেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরিফুল ইসলাম বলেন, ‘সারা দেশেই মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচি। আমরা প্রচারপত্র বিতরণের সময় মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছি।’