কালবৈশাখীতে ময়মনসিংহে তিনজন নিহত

কালবৈশাখীতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাইয়ে বটগাছ উপড়ে ঘরচাপায় আবদুল করিম নিহত হন। ছবি : ফোকাস বাংলা।
কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহ জেলায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঝড়ের সময় তিনজন মারা যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল জানান, ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে মুক্তাগাছা উপজেলার সন্তোষপুর পূর্বপাড়ায় জালাল উদ্দিন (৩০) মারা যান। একই সময় ত্রিশালের বালিপাড়া গ্রামে ইলিয়াস নামে একজন মারা যান। ঝড়ে মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলায় বেশ কিছু বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজীব জানান, কালবৈশাখী ঝড়ে ফুলবাড়িয়া উপজেলায় রাধাকানাইয়ে আবদুল করিম (৪০) নামে এক ব্যক্তি মারা যান। ঝড়ে বিশাল বটগাছ উপড়ে ঘরের ওপর পড়লে করিম এর নিচে চাপা পড়েন।
ঝড়ে উপজেলার বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিফাত জানান। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীসহ আহত হয়েছেন ১০ জন।