বর্ধিত ভাতা কার্যকরের দাবিতে ময়মনসিংহে ইন্টার্নদের মানববন্ধন

সরকার ঘোষিত বর্ধিত ভাতা কার্যকরের দাবিতে আজ মঙ্গলবার ময়মনসিংহে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : এনটিভি
সরকার ঘোষিত বর্ধিত ভাতা কার্যকরের দাবিতে মযমনসিংহে ইন্টার্ন চিকিৎসকরা দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে সরকার ঘোষিত বর্ধিত ভাতা কার্যকর করার দাবি জানান। না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
চিকিৎসকরা আরো বলেন, মাসিক ১০ হাজার টাকা ভাতায় ১২ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। সরকার ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
কর্মসূচিতে বক্তব্য দেন ইন্টার্ন চিকিৎসক কামরুল হাসান কুসুম, এলিস আরাফাত অনিক, রাকিব, প্রিন্স, ফারজানা প্রমুখ।