খালেদা জিয়া আচরণবিধি ভেঙেছেন : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুলিশ প্রটোকল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, ‘আজকের এই মুজিবনগর দিবসে দাঁড়িয়ে বাংলার জনগণের কাছে আহ্বান জানাব, বিশেষ করে ঢাকা মহানগরের মানুষের প্রতি আহ্বান জানাব, যে নেত্রী সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা সৃষ্টি করে, জঙ্গি তৎপরতা চালিয়ে দেশকে অরাজক পরিস্থিতির মধ্যে নিতে চেয়েছিল, তাঁর বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে এই বিচার করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শুনেছি, আজকে তিনি গুলশান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী। আচরণবিধির পরিপন্থী এটা তিনি পারেন না। কারণ, তাঁর সঙ্গেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত।’