ময়মনসিংহে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ময়মনসিংহে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সামাজিক সংগঠন।
আজ শনিবার বেলা ১১টা থেকে এসব মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ নাগরিক আন্দোলন, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস কমান্ডার্স ফোরাম, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, মুক্তিযোদ্ধা আবদুর রব, অধ্যাপক রিয়াজুল ইসলাম, অধ্যাপক আতিকুর রহমান, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রদীপ ভৌমিক প্রমুখ।
বক্তারা প্রত্যেক পরিবারের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছেলেমেয়েদের দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। জঙ্গিবাদের কুফল সম্পর্কে অবহিত করতে হবে।