ময়মনসিংহে মৎস্য প্রযুক্তি মেলা শুরু

ময়মনসিংহ টাউন হল মাঠে শুরু হওয়া মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
ময়মনসিংহে আজ থেকে শুরু হয়েছে মৎস্য প্রযুক্তি মেলা। ময়মনসিংহ টাউন হল মাঠে এই মেলার আয়োজন করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মাৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী আয়োজিত মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আকবর আলী।
এ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ কামাল। সকালে বিএফআরআই মিলনায়তনে আলোচনা সভা শেষে দুপুরে টাউন হল মাঠে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিথিরা।