জঙ্গিবাদ ঠেকাতে বাকৃবির প্রত্যয়

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়।
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে র্যালিটি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ ছাড়া ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আলী আকবর, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. জসিম উদ্দিন খান, খতিব শাহ মো ওয়ালিউল্লাহসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলে সমাবেশ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়।