রাষ্ট্রের চেয়ে হাত লম্বা, জঙ্গিবাদ সৃষ্টিই স্বাভাবিক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘রাষ্ট্রের হাতের চেয়ে কোনো প্রতিষ্ঠানের হাত লম্বা হলে তখন সমাজে অনেক ধরনের অনাচার, অবিচার, জঙ্গিবাদ সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গিবাদী অপশক্তির উদ্বেগ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন ইউজিসির চেয়ারম্যান। সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ এ সংলাপের আয়োজন করে।
একটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তুলে ধরে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘অনুসন্ধানে গিয়ে ওই বিশ্ববিদ্যালয় গিয়ে অনেক অনিয়ম দেখতে পেয়েছিলাম। সরকারের একজন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম কী ব্যবস্থা নিয়েছেন তার (বিশ্ববিদ্যালয়) বিরুদ্ধে। এক কথায় উত্তর দিয়েছেন তিনি- তাঁদের হাত অনেক লম্বা। রাষ্ট্রের হাতে চাইতে কোনো একটি প্রতিষ্ঠানের হাত লম্বা হলে তখন সমাজে অনেক ধরনের অনাচার, অবিচার, জঙ্গিবাদ সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক।’
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশে আইনের শাসনের ঘাটতি, অথবা গণতন্ত্রের ঘাটতি অথবা এখানে সুশাসনের ঘাটতির কারণে জঙ্গি উৎপাত হচ্ছে এ কথার সঙ্গে আমরা একমত নই। এটা একটা আন্তর্জাতিক সমস্যা। জঙ্গিবাদ বাংলাদেশে যে মাত্রায় আছে, তাকে মোকাবিলা, ধ্বংস করার সক্ষমতা আমাদের আছে।’
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘আইএসের কৌশল আমাদের দেশের জঙ্গিবাদীরা আয়ত্ত করেছে, তার মানে এখানে আইএস আছে এ কথা প্রমাণ করার যে চেষ্টা আজ পশ্চিমা দুনিয়ার তারা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা করছে। জামাতকে বাদ দিয়ে যদি আমরা জঙ্গিবাদ সম্পর্কে কোনো অঙ্ক কষতে যাই তাহলে এটা আত্মঘাতী কাজ হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১-এর সহসভাপতি লে. জেনারেল হারুন অর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন প্রমুখ।