ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা রিমান্ডে

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় খাগড়াছড়ি জেলা ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান নোমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. আবদুল্লাহ আল মাসুদ মিঠুন চাকমার ১০ দিনের রিমান্ড মঝ্হুর করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ বলেন, মিঠুন চাকমার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বিরূদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার ও কুৎসা রটনার অভিযোগ এনে মামলাটি করা হয়। আদালত এই মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া রিমান্ডের আগে ও পরে মিঠুন চাকমার মেডিকেল পরীক্ষা করানোর নির্দেশও দেন আদালত।
গত ১০ জুলাই ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আটকের পর গত ১৩ জুলাই খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক বিবেকানন্দ দেবনাথ বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে এ মামলা করেন।