গৌরীপুরের বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।