মরমি কবি পাগলা কানাইয়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী আজ

মরমি কবি পাগলা কানাইয়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর পর অতিথিরা। ছবি : এনটিভি
মরমি কবি পাগলা কানাইয়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ১২ জুলাই। দিবসটি উপলক্ষে কবির জন্মস্থান ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের সমাধিস্থলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এর পর পাগলা কানাই অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবদুল ওয়াহেদ জোয়ারদার, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।