সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, একজন নিহত

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. হাবিব (২৬)। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাব-অফিসার শফিকুল ইসলাম জানান, গত রাতে ঢাকা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস, ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে। তাঁদের মধ্যে ৩৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়।
এদিকে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারে রাত ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।