নেত্রকোনায় এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঢাকাকেন্দ্রিক বারহাট্টা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে।
গতকাল শুক্রবার বিকেলে বারহাট্টা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান।
নেত্রকোনা চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম রসুল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, ঢাকাস্থ নেত্রকোনা সমিতির সাংগঠনিক সম্পাদক অর্পিতা খানম সুমী।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কাউট কাউন্সিলর মনসুর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সারোয়ার মুর্শেদ আকন্দ, বারহাট্টা প্রেসক্লাবের সম্পাদক ফেরদৌস বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল, বারহাট্টা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা পাভেল তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আফজল হোসেন খান, সম্পাদক হারুন-অর-রশিদ, বারহাট্টা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ তারিক আকিজ, সহসভাপতি সায়েম মুর্শেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদির রিমন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বারহাট্টা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।