জাকির নায়েকের ভক্ত ছিল দুই সন্ত্রাসী!

গুলশানে হামলার ঘটনায় জড়িতদের দুজন ভারতীয় প্রচারক জাকির নায়েকের ভক্ত। ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে জাকির নায়েকের উদ্ধৃতি ব্যবহার করে ইসলামের বার্তা প্রকাশও করে তারা। একইসঙ্গে ওঠে এসেছে টুইটার অ্যাকাউন্ট ‘সামি উইটনেসে’র নাম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হলি আর্টিজান বেকারিতে হামলাকারী রোহান ইমতিয়াজ নিজের ফেসবুক পেজে জাকির নায়েকের উদ্ধৃতি ব্যবহার করত। ওই প্রতিবেদনে আরো এক হামলাকারী নিব্রাস ইসলামের কথাও তুলে ধরা হয়।
অভিযানে রোহান ও নিব্রাসসহ ছয় হামলাকারী নিহত হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
বাংলাদেশের ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের বরাত করা প্রতিবেদনে এনডিটিভি জানায়, রোহান ইমতিয়াজ নিজের ফেসবুকে গত বছরই জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে বার্তা প্রকাশ করে।
ভারতের মুম্বাই ভিত্তিক ইসলামী গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির নায়েক। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল পিস টিভির কল্যাণে তিনি অনেকের কাছে প্রিয়। ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলতে রাজি হননি জাকির নায়েক। এরপর তিনি সমালোচিতও হতে থাকেন।
জাকির নায়েককে নিজেদের দেশে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, কানাডা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া।
নিব্রাস ইসলাম টুইটারে ‘সামি উইটনেস’ ও ‘আনজেম চৌধুরী’কে অনুসরণ করত।
মেহেদি বিশ্বাস নামের ২৪ বছরের এক তরুণের টুইটার অ্যাকাউন্টের নাম ‘শামি উইটনেস’। ২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে টুইটার চালানোর অভিযোগে ভারতে আটক হয় সে।
অন্যদিকে আনজেম চৌধুরী হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ব্রিটেনে সন্ত্রাসবিরোধী আইনে তার বিচার হচ্ছে। আনজেমও সিরিয়া ও ইরাকে গিয়ে যুদ্ধ করার জন্য নির্দেশ দেয়।