কেউ নিখোঁজ হলে জানাতে হবে : র্যাব

কারো সন্তান বা পরিবারের সদস্য নিখোঁজ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার পুলিশের এই এলিট বাহিনীর প্রধান বেনজীর আহমেদ বলেন, ‘কেউ নিখোঁজ হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। উচ্চ বিত্তদের তরুণ বয়সের সন্তানদের সবসময় সতর্কাবস্থায় অভিভাবকদের দেখা উচিত। আমরা এ ব্যাপারে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমসহ সব মহলের সহযোগিতা কামনা করছি।’
এ সময় র্যাবপ্রধান ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে সেজন্য সব পরিবারের প্রতি আরো সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান।
আজ সোমবার বিকেলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে দুপুরেই রাজারবাগ পুলিশ লাইনে গত শুক্রবার রাতে গুলশান হামলা প্রতিরোধের প্রথম পর্যায়ে নিহত দুই পুলিশ কর্মকর্তা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান এবং গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল করিম স্মরণে শোকসভায় র্যাব মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার দেশের উঠতি বয়সী শিক্ষিত যুবকরা কার দুর্বলতার কারণে চরমপন্থার দিকে ঝুঁকছে তা নিয়ে কথা বলেন।
বিকেলে গুলশানের সন্ত্রাসী হামলা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন র্যাবপ্রধান। এ সময় তিনি আরো বলেন, জিম্মি ঘটনায় আন্তর্জাতিক কিছু নিয়ম মেনে চলতে হয়। এই ঘটনায় আহতদের অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছে তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেনজীর আহমদে বলেন, ‘পবিত্র রমজান মাসে যেখানে যুদ্ধ বন্ধ থাকে সেখানে মানবতা ও ইসলামবিরোধী এই ধরনের নির্মম হত্যাকাণ্ড দানবীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনায় আজ দুনিয়াব্যাপী নিন্দার ঝড় ওঠেছে।’
এ সময় র্যাবপ্রধান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেনজীর আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে প্রতিবারের মতো এবার মুসল্লিদের নিরাপত্তায় বিপুল র্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
মুসল্লিদের নিরাপত্তার জন্য এলাকায় সিসি ক্যামরা স্থপনের মাধ্যমে একটি নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক কাজ করছে। ডগ স্কোয়ার্ড দিয়ে ময়দানের সর্বত্র স্কেনিং করা হচ্ছে।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ারুল লতিফ খান, পরিচালক কে এম আজাদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।