ময়মনসিংহে ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ময়মনসিংহ জেলা ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার-পূর্ব আলোচনা সভায় অংশ নেন বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহাব আকন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহসভাপতি সুজাউদ্দোলা সুজাসহ বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী।