সেহরির সময় ভূমি জরিপ কর্মকর্তা খুন

যশোরের চৌগাছায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন উপজেলার ভূমি কার্যালয়ের জরিপ কর্মকর্তা (সার্ভেয়ার) জাহাঙ্গীর আলম।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে সেহরি খাওয়ার সময় ১০-১২ জনের একদল ডাকাত চৌগাছা থানার সামনে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা নিচতলার ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের কর্মচারী দিলীপের বাসার দরজা খুলে তার স্ত্রী কনিকা ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যমানের সোনার গহনা লুট করে। এরপর ডাকাতরা জাহাঙ্গীরের বাসার দরজা খোলার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এ সময় ডাকাতরা জাহাঙ্গীরের মাথায়, বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে। তাঁকে রক্ষায় স্ত্রী এগিলে গেলে তাঁকেও ছুরিকাঘাত করে ডাকাতরা। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যায়। আহত জাহাঙ্গীরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
গুরুতর আহত জাহাঙ্গীরের স্ত্রীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভিনের সঙ্গে কথা বলে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি জানা যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, জাহাঙ্গীরের বাড়িতে ডাকাতি ও তাঁকে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।