ট্রাকচালককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

যশোর শহরে এক ট্রাকচালককে ছুরিকাঘাত করে ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের জজকোর্টের কাছে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ট্রাকচালকের নাম রহমত আলী (৪৮)। তিনি যশোরের বসুন্দিয়া এলাকার গোলাম রহমান মোড়লের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের হেলপার আজিজ জানান, তাঁরা যশোর জজকোর্টের নির্মাণকাজে ব্যবহারের জন্য ঢাকা থেকে টাইলস নিয়ে রাতে যশোর যান। জজকোর্টের কাছে ট্রাক রেখে পাশে একটি হোটেলে রাতের খাবার খান। ফিরে এসে ট্রাকে ওঠার সময় কয়েকজন ছিনতাইকারী তাঁকে (আজিজ) লাথি মেরে ফেলে দেয়। আর চালক রহমতকে ছুরি মেরে টাকা, ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রহমত আলীকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, রহমত আলীর পেট ও পিঠের চার স্থানে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর ভুঁড়ি বেরিয়ে যায়। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, ঘটনা জানার পর রাত ২টার দিকে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকও করা হয়েছে।