মুক্তাগাছায় জেএমবি সদস্যকে আটকের দাবি পুলিশের

ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ আজ মঙ্গলবার বিকেলে হেলাল উদ্দিন (৫৫) নামের একজনকে আটক করেছে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ দাবি করেছে।
হেলালের বাড়ি মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে।
যোগাযোগ করা হলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, আজ বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে চানপুরের নিজ গ্রাম থেকে হেলাল উদ্দিনকে আটক করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্য। তাঁর নামে একাধিক মামলা আছে বলেন জানান ওসি।