ময়মনসিংহে পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল

ময়মনসিংহে পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ পুলিশ লাইনস মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল বিভাগীয় ও জেলা কর্মকর্তা, সাংবাদিক ও সকল পেশাজীবী সংগঠনের নেতারা।
এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক।
এদিকে, ময়মনসিংহ সরকারি কলেজ মিলনায়তনে ফুলবাড়িয়া সমিতির ইফতার অনুষ্ঠত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী মো. আবদুল জব্বার, সাধারণ সম্পাদক আতাহার হোসেন চৌধুরী সবুজ, উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাধারণ সদস্যরা।
পরে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়।