ময়মনসিংহ রেঞ্জের কর্মকর্তা দফাদারসহ ১৩ জন পুরস্কৃত

পুলিশ কর্মকর্তা, দফাদারসহ ১৩ জনকে পুরস্কৃত করেছে পুলিশের ময়মনসিংহ রেঞ্জ। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের কর্মকর্তা, সদস্য এমনকি চৌকিদার, দফাদারদের কর্ম দক্ষতাবৃদ্ধির জন্য ইতিবাচক প্রতিযোগিতা তৈরির মাধ্যমে পুলিশকে আরো সেবামুখী করে সমাজের অপরাধ ও অপরাধী দমনের কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় ময়মনসিংহ রেঞ্জ অধীন সব জেলার পুলিশ কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলায় নিয়োজিত তৃণমূল সদস্য চৌকিদার ও দফাদারদেরও পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক), উপপরিদর্শক (এসআই) খন্দকার শাকের আহম্মেদ (শ্রেষ্ঠ এসআই), নান্দাইল মডেল থানার এএসআই মো. খায়রুল ইসলাম (শ্রেষ্ঠ এএসআই), শেরপুর জেলার এসআই ফজলে এলাহী (শ্রেষ্ঠ ডিবি অফিসার), নেত্রকোনা থানার এসআই হাবিবুর রহমান (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী), জামালপুরের ডিবি অফিসার সাদরুল হাসান খান (শ্রেষ্ঠ চোরাচালান ও মাদক দ্রব্য উদ্ধারকারী অফিসার), শেরপুর সদর ট্রাফিকের সার্জেন্ট রুবেল মিয়া (শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার), নেত্রকোনার বারহাট্টা থানার এসআই কাজী মো. শহীদুল ইসলাম (শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার), নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই নুরুল ইসলাম (শ্রেষ্ঠ ডিএসবি অফিসার), নেত্রকোনা পুলিশের আইসিটি শাখার কনস্টেবল মো. আবুল হোসেন (শ্রেষ্ঠ কনস্টেবল), নেত্রকোনার দফাদার মো. সিরাজুল ইসলাম (শ্রেষ্ঠ দফাদার, প্রথম) ময়মনসিংহের আকুয়ার দফাদার (শ্রেষ্ঠ দফাদার, দ্বিতীয়) এবং জামালপুরের দফাদার মো. ফজলুল হককে (শ্রেষ্ঠ দফাদার, তৃতীয়) পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন, শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং রেঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে অনুষ্ঠিত মাসিক সভায় রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।