আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে : ফখরুল

ড্যাবের ইফতার মাহফিলে কথা বলছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কাউকে হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত এক ইফতার মাহফিলে এ অভিযোগ করেন বিএনপি নেতা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হলি ফ্যামিলি শাখা এর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা যে বাহিনী রয়েছে, তাদেরকে বোধহয় ধ্বংসের শেষপর্যায়ে নিয়ে গেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা যে ভাষায় কথা বলে, সে ভাষায় রাজনৈতিক নেতারাও কথা বলে না, রেটোরিকসেও (বক্তৃতা) বলে না। কালকে বলছেন একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা যে, গুলি করেছি, গুলি আরো করব। তাদের অ্যাকাউন্ট্যাবিলিটি (জবাবদিহিতা) কারো কাছে নেই। কারণ, তাদের সেই লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে—ইউ ক্যান কিল অ্যানিবডি—যাকে চাও পারো যা খুশি করতে পারো।’