সালাহ উদ্দিন নিখোঁজ : রুলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

খুঁজে বের করা এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করতে হাইকোর্টের জারি করা রুলের শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার রুলের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন।
আজ শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘আমাদের কোনো আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমেদকে তুলে নেয়নি। তাঁকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কারণে জারি করা রুল অকার্যকর হয়ে গেছে।’
এ ব্যাপারে সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে নিয়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি কোনো কারণে তাঁকে নাও নেয় তবে তাঁকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হাইকোর্ট যদি কঠোর ভূমিকা পালন না করেন, তাহলে ইলিয়াছ আলী এবং চৌধুরী আলমের মতো তিনিও নিখোঁজ হয়ে যেতে পারেন। তাই জুডিশিয়াল তদন্তের আবেদন জানাচ্ছি।’
এ সময় শুনানিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বাড়ির লোক এবং দারোয়ান সবাই বলেছে ডিবির লোক তাঁকে ধরে নিয়ে গেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী ডিবি এ প্রসঙ্গে আদালতে কোনো প্রতিবেদনও দেয়নি। তাই ডিবিকে আলাদা প্রতিবেদন দিতে বলার জন্য আবেদন করছি। সালাহ উদ্দিন আহমেদের চালক, এপিএস, বাড়ির সিকিউরিটি গার্ডকে নির্যাতনের পর সালাহ উদ্দিন আহমেদ কোথায় আছেন খুঁজে বের করা হয়েছে। এবং পরে ওখান থেকেই তাঁকে ডিবির লোকজন ধরে নিয়ে গেছে।’
গত ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে রুল জারি করেন হাইকোর্ট। আজ মামলাটি কার্যতালিকায় শুনানির জন্য আসে। সকালে সালাহ উদ্দিনের আইনজীবীরা শুনানির জন্য উপস্থিত হন।
রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ১০ মার্চ-এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হন সালাহ উদ্দিনের পরিবার।