গাছের সঙ্গে শত্রুতা

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বশক্রতার জের ধরে একটি বাগানের ফলদ ও বনজ অর্ধশতাধিক গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার উত্তর উদমারা গ্রামে গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, উদমারা গ্রামের নুরুল আমিনের স্ত্রী শেফালী বেগমের ৮ শতাংশ জমি রয়েছে। ওই জমির মালিকানা দাবি করে আসছেন একই এলাকার আবদুল আবদুল আজিজ। এর জের ধরে রোববার বিকেলে আজিজের ছেলে আলী হোসেন ও মুক্তার হোসেন বাগানের একাংশের মেহগনি, সুপারি ও নারকেলসহ প্রায় ৫০টি গাছের চারা দা দিয়ে কেটে ফেলেন। এক-দুই হাত ওপর দিয়ে চারাগুলো কাটা হয়।
শেফালী বেগম বলেন, ‘আমার জমি দখলে নিতে মতলববাজরা হয়রানি করছে। অন্যায়ভাবে তারা বাগানের চারাগুলো বিনষ্ট করেছে। এখন আবার তারা মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে।’
এ ব্যাপারে আজ সোমবার বিকেল ৩টার দিকে বক্তব্য জানতে আলী হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।