গুপ্তহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

দেশব্যাপী হত্যা, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে আজ রোববার লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
দেশব্যাপী হত্যা, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুফ পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরসহ দেশব্যাপী হত্যা, গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে।