উত্তরা থেকে আরো অস্ত্র উদ্ধার

রাজধানীর উত্তরা খাল থেকে আজ রোববার আরো ৩২টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবি : এনটিভি
রাজধানীর উত্তরা খাল থেকে আজ আরো ৩২টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মাহমুদুল হক বলেন, মিরপুরের বেড়িবাঁধের কাছে উত্তরা ১৬ নম্বর সেক্টরের খালে আজ সকাল ৯টায় তুরাগ থানা পুলিশ আবারও অভিযান চালায়। বেলা সোয়া ১১টার দিকে ডুবুরি ইউসুফ খাল থেকে একটি কার্টন তুলে আনেন। সেখানে ৩২টি ম্যাগাজিন পাওয়া যায়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে খালে অভিযান চালিয়ে ৯৭টি পিস্তল, ১৯১টি পিস্তলের খোসা, এসএমজির খোসা ২৬০টি, পিস্তলের গুলি এক হাজার ৬০টি, ১০টি গ্রেনেড, পিস্তলের গুলির কভার ১০৪টি উদ্ধার করা হয়।