যশোরে দিগন্ত টিভির সাংবাদিক আটক

যশোরে আটক দিগন্ত টিভির সাংবাদিক তরিকুল ইসলাম তারেক। ছবি : এনটিভি
বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের যশোরের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তারেককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় ডাকা হয় তারেককে। রাত ১০টার দিকে থানায় গেলে পুলিশ তাঁকে আটক করে।
যশোরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তারেকের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ আছে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) রিপোর্টের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
আটক তারেক যশোর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক। দিগন্ত টিভি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি শহরের চৌরাস্তা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন।