যশোরে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি ঝিকরগাছা থানার এএসআই। গত রাতে যশোর-বেনাপোল সড়কে মোবাইল টিম নিয়ে দায়িত্ব পালনের সময় তাঁকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত।
হামলার খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় এএসআই তৌহিদুলকে উদ্ধার করেন। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এটি সন্ত্রাসী হামলা। এ ব্যাপারে বিস্তারিত পরে জানাচ্ছি।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, পুলিশের কাছ থেকে জানতে পেরেছেন, দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীরা তৌহিদুলের পেটে ছুরি মেরেছে। গুরুতর অবস্থায় তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।