লক্ষ্মীপুরে ৪২ পলাতক আসামি গ্রেপ্তার

সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে লক্ষ্মীপুরে ৪২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার মধ্যরাত থেকে সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার ছয় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের বিশেষ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় আটজন, চন্দ্রগঞ্জে দুজন, রায়পুর ৯ জন, কমলনগরে ১০ জন, রামগতিতে ছয়জন এবং রামগঞ্জে সাতজনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার পলাতক আসামি।