দিল্লির শিশু সনুর ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত ভারতের দিল্লির শিশু সনুর ডিএনএ টেস্টের জন্য রক্তের নমুনা আজ বৃহস্পতিবার দুপুরে সংগ্রহ করা হয়েছে। ছবি : এনটিভি
জনপ্রিয় হিন্দি সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো নাটকীয়তার জন্ম দেওয়া ভারতের দিল্লির শিশু সনুর ডিএনএ টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভারতীয় দূতাবাসের সেক্রেটারি রমাকান্ত গুপ্ত, চিত্তরঞ্জন বহেরা ও ভেব প্রকাশ গ্রোডার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে যান। তারা সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ২০১০ সালে সনু ভারতের দিল্লি থেকে নিখোঁজ হয়ে। এরপর গত কয়েক বছরে নানা নাটকীয়তার জন্ম দিয়ে সে এখন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। সনুর ডিএনএ টেস্টের জন্য ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ সনুর রক্তের নমুনা নিয়ে গেছে। ডিএনএ টেস্টের ফলাফল তার বাবা-মায়ের সঙ্গে মিললে সনুকে দেশে ফেরত পাঠানো হবে।