আদালতে বাদী-সাক্ষীকে মারধর, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর জেলা জজ আদালত চত্বরে মামলার বাদী ও সাক্ষীসহ তিনজনকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজন হলেন- মো. সাজু ও মো. মঞ্জু।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর জেলা জজ আদালত এলাকায় একটি মামলার বাদী ও সাক্ষীসহ তিনজনকে মারধর করা হয়। এতে মামলার বাদী রহিমা বেগমের দুটি দাঁত ভেঙে যায়।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী হওয়ায় ফারুক হোসেন নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে মঙ্গলবার সকালে মারধরের অভিযোগ উঠেছে ওই আসামিদের বিরুদ্ধে। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুন নাহার জানান, আদালত চত্বরে বাদী সাক্ষীর ওপর হামলায় ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টার একটি মামলায় সাক্ষ্য দিয়ে বের হলে লক্ষ্মীপুর জজ আদালত চত্বরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মামলার বাদী রহিমা বেগম (৬০), তাঁর ছেলে সাক্ষী মাকছুদুর রহমান (৪০) ও সিএনজি চালিত অটোরিকশাচালক ফারুক হোসেনকে (৪৫) বেদম মারধর করেন মামলার আসামিরা। এতে বাদীর দুটি দাঁত ভেঙে যায়।