লক্ষ্মীপুরে ব্যালট ছিনতাই, দুজন গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন সম্রাট (৩০) ও জাবেদ (৩২)। তাঁদের ঠিকানা জানা যায়নি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল কাউসার বলেন, বেলা ১১টার দিকে কেন্দ্রটি থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি ছোড়ে। ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম বাবুল পাটওয়ারীর সমর্থকরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাসহ তাঁর আট সমর্থককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিজাম উদ্দিন মুন্নার পরিবারের সদস্যদের অভিযোগ, ইউনিয়নের চরচামিদা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শামছুল ইসলাম বাবুলের সমর্থকরা মুন্নাকে পিটিয়েছে। এ ঘটনোর পর মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করলেও অস্বীকার করছে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওই ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি তৎপর রয়েছে।