লক্ষ্মীপুরে ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল, এজেন্ট আটক

লক্ষ্মীপুরে ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে একজন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ শনিবার সকালে কুশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের আটককৃত পোলিং এজেন্ট মো. শাহ আলম কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ভোট চলাকালে কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক ভোটারের ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন মো. শাহ আলম। এ ঘটনার পরপরই তাঁকে আটক করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অবৈধভাবে ব্যালটে সিল দেওয়ার অভিযোগে নৌকা প্রতীকের এজেন্টকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিল দেওয়া ব্যালট পেপারটি বাতিল করা হয়েছে।